• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে প্রধানমন্ত্রীর মতো পিসিবিতেও আসছে পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৮, ১৪:২৫

কিংবদন্তি ক্রিকেটার, সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের দল জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় বিশ্ব ক্রিকেটে বইছে আনন্দের জোয়ার। ক্রিকেটার থেকে পুরোদস্তুর রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরানের নতুন যুগের সূচনালগ্নে পরিবর্তনের হাওয়া লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের প্রথম পরিবর্তন হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান পদে। আর এ পদে আসীন হতে পারেন আরেক সুইং অব সুলতান খ্যাত কিংবদন্তী ওয়াসিম আকরাম। পাশাপাশি রমিজ রাজার নামও শোনা যাচ্ছে।

কিংদবন্তি এই পেস অলরাউন্ডারের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম স্পোর্টস মিরচি।

১৯৯২ সালে অধিনায়ক ইমরান খানের হাত ধরেই নিজেদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল পাকিস্তান। সেই দলে ইমরানের সঙ্গী ছিলেন ওয়াসিম আকরাম ও রমিজ রাজা। আকরাম নিজেও বিশ্বসেরা অলরাউন্ডার। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে। ইমরানের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। এবার পাকিস্তানের মসনদে ইমরান বসতেই ২২ গজের লড়াইয়ে তার ঘনিষ্ঠ সঙ্গী ওয়াসিম পাচ্ছেন পিসিবি প্রধানের চেয়ার।

এ নিয়ে ওয়াসিম আকরামের পরিবারের ওই সদস্যর ভাষ্য, ‘হ্যাঁ, পরবর্তী পিসিবি চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে রয়েছেন ওয়াসিম। তিনি দীর্ঘদিন ইমরান খানের সঙ্গে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।

সবাই ইমরানকে পছন্দ করেন। শুভ কামনা জানিয়েছে। ওয়াসিম আকরামও গতকাল বানি গালাতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে ওয়াসিম পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং জানতে পেরেছেন, ইমরানের ক্রীড়াবিষয়ক পরিকল্পনা, বিশেষ করে ক্রিকেট-ভাবনায় আছেন ওয়াসিম।

ওই পারিবারিক সূত্র আরও বলেছে, পাকিস্তান ক্রিকেটে ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

এর আগে নির্বাচনে ইমরান খানের দল তেহরেক-ই-ইনসাফ এগিয়ে থাকাকালীন হবু প্রধানমন্ত্রী ইমরান খানকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শুভেচ্ছা জানান ওয়াসিম। সেখানে তিনি লিখেছিলেন, তোমার নেতৃত্বে ১৯৯২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। তোমার নেতৃত্বেই আমরা আবার একটি মহান দেশ হয়ে উঠতে পারি।

বর্তমানে পিসিবির চেয়ারম্যান পদে রয়েছেন নাজাম শেঠি। ২০১৩-১৪ পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী চেয়ারম্যান পদ সামলেছিলেন শেঠি। তারপর অর্থাৎ ২০১৪ শাহরিয়ার খান পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত বছর ৩০তম পিসিবি চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব পান শেঠি।

ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে পিসিবি চেয়ারম্যান হিসেবে শেঠির জায়গায় ওয়াসিম আকরামের আসাটা শুধু সময়েরই অপেক্ষা বলে দাবি পাকিস্তানি গণমাধ্যমের।

পাকিস্তানের হয়ে ওয়াসিম আকরাম ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে ৯১৬টি উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেন। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দুটি করেও হ্যাটট্রিক রয়েছে এ লিজেন্ডারি বোলারের।

এএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh