• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অঘোষিত ফাইনালে সন্ধ্যায় নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৮, ১০:৩৯

টেস্ট সিরিজে হারের পর প্রথম ওয়ানডেতে দুর্দান্তভাবে জয়ের ট্রাকে ফিরে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে স্নায়ুরচাপে আবারো ভেঙে পড়ে তারা। তাই আর সিরিজ জেতা হয়নি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে উভয় দল জয়লাভ করে সমতায় রয়েছে বিধায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

আজ যারা জয় পাবে সিরিজ তাদেরই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন, গাজী টিভি ও সনি ইএসপিএন।

সাকিবের নেতৃত্বে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মুষড়ে পড়েছিল বাংলাদেশ। ওয়ানডেতে এসে দলের হাল ধরেন মাশরাফি বিন মুর্তজা। এ যেন এক জিয়ন কাঠি। তার হাত ধরেই কঠিন স্মৃতি ভুলে প্রথম ওয়ানডেতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাশরাফির প্রেরণায় তামিম-সাকিবের দুর্দান্ত জুটি, শেষদিকে মুশফিকের ঝড়ো ইনিংসে ফাইটিং স্কোর গড়ে বাংলাদেশ। বোলিংয়ে এসে মাশরাফি উইকেটের উদ্বোধন করে দেন। এরপর লেজ গুড়িয়ে দিয়ে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। এদিন ব্যাটে, বলে দারুণ সমঝোতা গড়ে বাংলাদেশের খেলোয়াড়রা।

কিন্তু দ্বিতীয় ওয়ানডেত চিত্রটা পুরো পাল্টে যায়। সহজ ম্যাচকে কঠিন করে স্নায়ুর লড়াইয়ে পরাজয়। সিনিয়রদের লড়াইয়ে জয়ের প্রান্তে এসেও জুনিয়রদের ব্যর্থতায় ৩ রানে দারুণ জয় উপহার পায় ওয়েস্ট ইন্ডিজ। যার দরুণ দলের সঙ্গে পুরো বিশ্বে ছড়িয়ে থাকা টাইগার ভক্তরাও হতাশ হয়ে পড়ে। ওদিকে উল্লাসে মাতে ক্যারিবীয় শিবির।

যার কারণে আজকের শেষ ওয়ানডেটি হয়ে উঠেছে দুই দলের জন্য অঘোষিত ফাইনাল। দুই দলের জন্যই ম্যাচটিতে জয়ই হবে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ যেমন চাইবে ক্যারিবীয়দের হারিয়ে শিরোপা ছুঁয়ে দেখতে, ঠিক তেমনি স্বাগতিকরাও দেশের মাটিতে শিরোপা ধরে রাখতে।

এদিকে গায়নার মতো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পাবে না সেন্ট কিটসে। তাই এক প্রকার বলা চলে সেন্ট কিটসে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্য। তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় পেতেই মরিয়া থাকবে টাইগাররা। সবকিছু মিলিয়ে সেন্ট কিটসে দারুণ এক ম্যাচই হতে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্যারিবীয়রা। ৩০ ম্যাচের মধ্যে ২০টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ৮টিতে জয় পায় বাংলাদেশ। ২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অবশ্য ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ দল(সম্ভাব্য)
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য)
জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল।

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh