• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের পরাজয়ে আলোচনায় আইসিসির নিয়ম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৮, ১১:৩২

গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে তিন রানে পরাজিত হয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে জয়ের সুযোগ হারিয়েছে বাংলাদেশে। এতে করে তিন ম্যাচ সিরিজে সমতায় রয়েছে ক্যারিবীয়রা। আগামী ২৮ জুলাই সেন্ট কিটসে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

এ ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে এটা সবার জানা। কিন্তু পরাজয়কে ছাপিয়ে বিতর্ক ওঠে এসেছে আইসিসির নিয়ম নিয়ে।অনেকেই বলছেন আইসিসির নিয়মের বেড়াজালে পড়ে ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ।

ঘটনাটি ঘটেছে ৪৩ ওভারের সময়। দেবেন্দ্র বিশুর বলে রিভার্স সুইপ খেলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বল কিপারের পাশ দিয়ে ছুটে স্পর্শ করে সীমানা। কিন্তু বল প্যাডে লেগেছিল ভেবে ক্যারিবীয়ানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার মুশফিককে আউট দিয়ে দেন। মুশফিক আম্পায়ারের সিদ্ধান্তে বিরুদ্ধে রিভিউতে যান। রিভিউ রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল লেগেছিল মুশির ব্যাটের কানায়। তাই বেঁচে যান মুশফিক। মুশফিক বেঁচে গেলেও ওই চার রান হারায় বাংলাদেশ।

----------------------------------------
আরও পড়ুন : শ্বাসরুদ্ধ ম্যাচে বাংলাদেশের পরাজয়
----------------------------------------