• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিপিএল না খেলে হজে যাচ্ছেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুলাই ২০১৮, ১৭:১৬
২০১৭ সালে ওমরাহ পালনকালে সাকিব আল হাসান

ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট হারে ব্যর্থতা ভুলতে ওয়ানডেতে জয়টা খুবই দরকার ছিল। সেটাই হয়েছে গায়ানায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। সাকিবের ব্যাটেও এসেছে রান। সব মিলে বিশ্বসেরা অলরাউন্ডারকে আপাতত বেশ খুশিই বলা যায়।

ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ শেষ করে সাকিবের নেতৃত্বে টাইগাররা ৩১ জুলাই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে। তারপর ৪ ও ৫ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রওয়ানা হবে বাংলাদেশ দল।

আগস্টের ৮ তারিখ থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। চলতি আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলার কথা ছিল সাকিবের। এরইমধ্যে দলটিকে জানিয়ে দিয়েছেন এবারের আসরে খেলা হচ্ছে না তার। কারণ ফ্লোডিয়ায় সিরিজ শেষ করেই দেশে ফিরছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

--------------------------------------------------------
আরও পড়ুন : গায়ানার সুবিধা নিয়েই সিরিজ জয় করতে চান সাকিব
--------------------------------------------------------