• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ভারতীয় বা পাকিস্তানি নয়, সন্তানকে ভালো মানুষ বানাতে চাই’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৮, ১৯:০৩

ভারতের ইতিহাসে সবচেয়ে সেরা টেনিস তারকা সানিয়া মির্জা। ২০০৩ সালে ক্যারিয়ার শুরুর পর দেশটির টেনিসকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে। ২০১৩ সাল পর্যন্ত ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) র‌্যাংকিংয়ে দেশটির হয়ে সেরা সিঙ্গেলস ও ডাবলসের সবার উপরেই ছিলেন। ২০১৫ সালে সুইস তারকা মার্টিনা হিঙ্গিসকে নিয়ে ডাবলসের র‌্যাংকিংয়ে সেরা হয়েছিলেন সানিয়া।

২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয়। বেশ কয়েকদিন ধরেই টেনিস কোর্ট থেকে দূরে সানিয়া। কারণ অন্তঃসত্ত্বা তিনি।

তবে সন্তানসম্ভবা এই তারকা জানিয়ে দিয়েছেন, টেনিস থেকে আপাতত দূরে থাকলেও শিগগিরই কোর্টে ফিরছেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

সম্প্রতি গালফ নিউজের সঙ্গে কথা বলেছেন এই টেনিস কুইন। সেখানে সাফ জানিয়ে দিয়েছেন, এখনই শেষ নয়। যেহেতু টেনিসের কারণে বিশ্বজুড়ে খ্যাতি মিলেছে। তাই এর মাধ্যমেই ভক্তদের কাছে চিরকাল থাকতে চান।