• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আম্পায়ার থেকে বল নিয়ে ধোনির অবসরের ইঙ্গিত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৮, ১৫:৩৭

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে হারতে হয়েছে। কোহলির নেতৃত্বে এই প্রথম কোনও দ্বিপক্ষীয় সিরিজে হারল টিম ইন্ডিয়া। এর আগে পরপর ৯টি সিরিজে অপরাজিত ছিল রবি শাস্ত্রীর শিষ্যরা।

এই সিরিজে মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে তেমন পারফর্ম করতে পারেননি। ব্যাটিং স্ট্রাইক রেট ৬০ গড়ে ২টি ম্যাচে ব্যাট করে ৪২ ও ৩৭ রান করেছেন। আর তাই সুনীল গাভাস্কারও ধোনির সমালোচনা করতে বাদ যাননি।

সিরিজ শেষ হতেই ধোনি আম্পায়ারের কাছ থেকে ম্যাচ বল নিয়ে নেন। তাতেই অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। তাহলে কি শেষ ম্যাচের স্মারক হিসাবে ধোনি বল নিয়ে ফিরলেন? এমনটাই প্রশ্ন করছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে টাইম অব ইন্ডিয়া পর্যন্ত প্রভাবশালী গণমাধ্যমগুলো এমন আশঙ্কার কথাই সামনে নিয়ে এসেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি খেলোয়াড় কোন দেশের?
--------------------------------------------------------

আগে টেস্ট থেকে অবসরের সময় ধোনি উইকেট নিয়েছিলেন। এখন উইকেট নেওয়া যায় না বলে বল নিলেন কিনা সেটাই বল প্রশ্ন হয়ে উঠেছে।