• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপকে ফের বরণ করলো ফ্রেঞ্চরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুলাই ২০১৮, ১৫:০০

দীর্ঘ একমাস ফুটবল জ্বরে আক্রান্ত হবার পর পর্দা নামলো ২০১৮ বিশ্বকাপের। বিষাদের সুর রাশিয়ায়। কিন্তু এই সুরকে ছাপিয়ে এখন শুধুই আনন্দ এবং উত্তেজনা, যার নেতৃত্বে ফ্রেঞ্চ সমর্থকেরা। ইউরোপের দেশটির আজ সবার মুখেই শুধু লে ব্লুজদের জয়ধ্বনি।

দ্বিতীয়বার বিশ্বকাপকে বরণ করে নিতে ফ্রেঞ্চ সমর্থকেরা মেতে উঠেছেন অন্তহীন উদযাপনে। আইফেল টাওয়ারের নিচে, প্যারিসের রাস্তায় সর্বত্রই ফ্রেঞ্চ সমর্থকদের বিশ্বকাপ জয়ের আনন্দের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবার প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার সেজে উঠেছে বিভিন্ন রঙে। বাজি পুড়িয়ে এখন বিভিন্ন রঙে রঙিন রাজধানীর রাস্তা। প্রেসিডেন্টের বাস ভবন ইলাইসিস প্যালেসের আশপাশের এলাকা জুড়ে সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল। নির্ধারিত সময়ে বিশ্ব চ্যাম্পিয়নরা উপস্থিত হয়। উল্লাসে ফের মেতে ওঠেন ফ্রেঞ্চ ফুটবলপ্রেমীরা। ১৯৯৮ সালের পর আবারও ২০১৮। ২০ বছর পর নতুন করে শিরোপা উদযাপনের সাক্ষী হলো ফ্রেঞ্চরা। এদিন রাশিয়া থেকে এয়ারপোর্টে নামার পরও বিমানবন্দরে প্রিয় তারকাদের দেখতে ঢল নামে ভক্তদের।