• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপে সেরা গোলের মনোনয়নে মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৮, ১৯:২৪

তারুণ্য নির্ভর ফ্রান্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো ২১তম বিশ্বকাপের। ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে ২০ বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ফ্রান্স। আর এর মাধ্যমে তারা আর্জেন্টিনা ও উরুগুয়ের কাতারে চলে এলো।

এবারের বিশ্বকাপে গোল হয়েছে মোট ১৬৯টি। এর মধ্যে আত্মঘাতী গোলই হয়েছে ১২টি। পেনাল্টি থেকে এসেছে ২৩টি। বাকি গোলগুলোর সবকটিই ছিল মনোমুগ্ধকর। বাকি গোলের মধ্যে সেরা গোল কোনটি? সেটা জানা যাবে আগামী ২৩ জুলাই।

সেরা গোলের জন্য ১৮টি গোল নির্বাচন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে স্থান পেয়েছে নাইজেরিয়ার বিপক্ষে দেয়া লিওনেল মেসির গোল এবং স্পেনের বিপক্ষে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলটি।

সেরা গোল নির্বাচনের জন্য পাঠকরা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ভোট দিতে পারবেন।

ডেনিস চেরিশেভ (রাশিয়া বনাম সৌদি আরব, প্রথম গোল)
আরতেম জিউবা (রাশিয়া বনাম মিশর)
ডেনিস চেরিশেভ (রাশিয়া বনাম ক্রোয়েশিয়া)
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল বনাম স্পেন)
নাচো (স্পেন বনাম পর্তুগাল)
ফিলিপে কৌতিনহো (ব্রাজিল বনাম সুইজারল্যান্ড)
দ্রিয়েস মার্টেনস (বেলজিয়াম বনাম পানামা)
হুয়ান কুয়েন্তেরো (কলম্বিয়া বনাম জাপান)
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা)
আহমেদ মুসা (নাইজেরিয়া বনাম আইসল্যান্ড)
লিওনেল মেসি (আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া)
টনি ক্রুস (জার্মানি বনাম সুইডেন)
হেসে লিনগার্ড (ইংল্যান্ড বনাম পানামা)
রিকার্ড কুয়ারেজমা (পর্তুগাল বনাম ইরান)
আদনান ইয়ানুজাই (বেলজিয়াম বনাম ইংল্যান্ড)
এঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা বনাম ফ্রান্স)
বেঞ্জামিন পাভার্ড (ফ্রান্স বনাম আর্জেন্টিনা)
নাসের চ্যাডলি (বেলজিয়াম বনাম জাপান)

ভোট দিতে ক্লিক করুন

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
X
Fresh