• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ২১:১০

আগামী চার বছরের জন্য বিশ্বকাপ শিরোপা কার ঘরে উঠবে? সে উত্তরের জন্য মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নেমেছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ম্যাচে এখন প্রথমার্ধের খেলা চলছে।

ফাইনাল ম্যাচ। দুই দলেরই লক্ষ্য শিরোপা জেতার। তাই পুরো শক্তির দল নিয়েই মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। কোনো দলই আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি। সেমিফাইনালের একাদশই রেখে দিয়েছে উভয় দল।

ফ্রান্স এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে তারা একবার শিরোপা জিতেছে ও একবার রানার আপ হয়েছে। অন্যদিকে, ক্রোয়েশিয়া এবারই প্রথবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে বিশ্বকাপের তাদের সর্বোচ্চ অর্জন ছিল সেমিফাইনাল।

--------------------------------------------------------
আরও পড়ুন : ফাইনালে থাকছেন ৯৮ বিশ্বকাপের ক্রোয়েশিয়া দল
--------------------------------------------------------