• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে কী থাকছে, দেখবেন কীভাবে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ১৮:০৭

আনন্দ-বেদনার পাশাপাশি অনেক রূপকথার জন্ম দিয়েছে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। গত জুন মাসের ১৪ তারিখ থেকে শুরু করে আজ ১৫ জুলাই দীর্ঘ একমাসের লম্বা সফর শেষে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০১৮ এর আসর। মস্কোর লুঝনিকিতে বিশ্বকাপ ফাইনালের মহারণে ফ্রান্সের মুখোমুখি ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ঠিক রাত ৯টায় শুরু হবে শেষ লড়াই। কিন্তু তার আগে দর্শকদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে সমাপনী অনুষ্ঠান। যেমনটা রাখা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে।

২১তম বিশ্বকাপ ফাইনাল শুরুর তিরিশ মিনিট আগে রাত সাড়ে ৮টায় লুঝনিকি স্টেডিয়ামের গ্যালারি মেতে উঠবে উইল স্মিথের ‘লিভ ইট আপ’-এ। রাশিয়া বিশ্বকাপের থিম সং গাইবেন মার্কিন অভিনেতা ও গায়ক উইল স্মিথ সঙ্গে থাকবেন কসোভোর পপ গায়িকা ইরা ইস্ত্রেফি এবং কলম্বিয়ান রেগেটন স্টার নিকি জ্যাম। মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি। তারপরেই থাকবে সিউলের গানের দল কে-পপ ব্যান্ড এক্সো-র পারফর্ম্যান্স।
--------------------------------------------------------
আরও পড়ুন : ফাইনালে থাকছেন ৯৮ বিশ্বকাপের ক্রোয়েশিয়া দল
--------------------------------------------------------

ত্রিশ মিনিটের এই জমজমাট অনুষ্ঠান শেষে শিরোপা যুদ্ধে মাঠে নামবে ফ্রান্স-ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান এবং ফাইনালের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন সনি টেন ২, সনি টেন এইচডি, সনি টেন ৩, সনি ইএসপিএন, মাছরাঙা, নাগরিক টিভি ও বিটিভিতে।