• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অতিরিক্ত আত্মবিশ্বাসেই ভারতের হার!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ১৩:৫৭

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জেতার পরে লর্ডসে দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সিরিজ জেতার সুবর্ণ সুযোগ ছিল। ব্যাটিংয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে হারতে হলো ভারতকে। যার ফলে তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ হলো। শেষ ম্যাচে সিরিজের ফয়সালা হবে।

শনিবার নটিংহ্যামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ফের একবার অনবদ্য শুরু করেন জেসন রয় ও জনি বেয়ারস্টো।

ভারতীয় পেসাররা এদিন ব্যর্থ হলেও প্রথম ধাক্কাটা দেন কুলদীপ যাদব। বেয়ারস্টোকে ৩৮ রানে ফেরান। তিন নম্বরে নামা জো রুট অনবদ্য শতরান (১১৩) করেন।

এদিন ইংল্যান্ড মিডল অর্ডার দারুণ না করলেও ইয়ন মর্গ্যান ৫৩ রান করেন। মাঝে বেন স্টোকস (৫), জস বাটলার (৪), মঈন আলীরা (১৩) রান না পেলেও শেষদিকে ডেভিড উইলি ৩১ বলে ৫০ রান করে যান। ফলে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান তোলে ইংলিশরা।