• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের বড় হারের লজ্জা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৮, ১১:৩৯

বাংলাদেশের বিপক্ষে ফের বড় জয় ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৬৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটিকে।

কিংস্টনের ম্যাচটিতে জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩৫ রান। হাতে দুইদিন। অথচ ১৬৮ রানেই থেমে যেতে হলো সফরকারীদের। এর আগে প্রথম টেস্টে ৪৩ ও ১৪৪ রানে অলআউটের পর ২১৯ রানের বড় হারের লজ্জা পেতে হয় নতুন কোচ স্টিভ রোডসের শিষ্যদের।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ১২৯ রানে আটকে প্রথমবারের মতো চলতি সফরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল।

১৭ ওভার বল করে ৩৩ রান দিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬ উইকেট শিকার করে সাকিব একাই উইন্ডিজদের ব্যাটিং ছিন্নভিন্ন করে দেন। ঘরের বাইরে প্রতিপক্ষকে কিংবা প্রতিপক্ষের মাঠে এটাই সবচেয়ে কম রানে অলআউট করার রেকর্ড বাংলাদেশের। আগেরটা ছিল পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে মুলতানে, ১৭৫ রান।