• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করলো বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৮, ২২:১৯

ম্যাচের আগেই বলা হচ্ছিল তৃতীয় স্থান নির্ধারণী এমন একটি ম্যাচ যা কেউ খেলতে চায় না। না চাইলেও তবু খেলতে হয় উভয় দলকেই। সেমিফাইনালে পরাজিত দুই দলকে মুখোমুখি হতে হয় তৃতীয় স্থান নির্ধারণী খেলায়। এমন উত্তাপহীন ম্যাচে প্রথমে মিউনিয়ার ও পরে হ্যাজার্ডের গোলে ইংল্যান্ডকে পরাজিত করে তৃতীয় স্থানে থেকে রাশিয়া বিশ্বকাপ শেষ করলো রেড ডেভিলস খ্যাত বেলজিয়াম।

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় তৃতীয় স্থান ম্যাচে মুখোমুখি হয় সেমিফাইনালে পরাজিত এ দু’দল।

এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৮ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রেখেছিল তারা। অন্যদিকে, বেলজিয়াম ৪২ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রেখেছিল। ইংল্যান্ড টার্গেটে শট নিয়েছে ছয়টি। বেলজিয়াম টার্গেটে শট নিয়েছে চারটি।

গুরুত্বহীন হলেও এই ম্যাচে বেলজিয়াম এবং ইংল্যান্ড উভয় দলই সেমিফাইনালের দলের পরিবর্তন করে। ইংল্যান্ড ৫টি ও বেলজিয়াম ২টি পরিবর্তন করে নামে উভয় দল।