• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুর্দান্ত শুরুর পরও হতাশার বিকেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৮, ০৮:৫৭

সকালটা ছিল দুর্দান্ত, মাঝখানে ক্যারিবীয়দের বিপক্ষে বল হাতে নির্বিষ লড়াই আর দিন শেষে হতাশা নিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ।

দুই দলের একাদশে ছিল উল্টো বার্তা। তিনজন স্পিনার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ বাদ দেয় আগের টেস্টে খেলা একমাত্র স্পিনারকেও। খেলা শুরুর পর দেখা গেল, উইকেট পড়তে খুব ভুল করেননি সাকিব। ম্যাচের প্রথম সকালেই মিলল বেশ টার্ন ও বাউন্স!

জ্যামাইকা টেস্টে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৯৪ রান। অথচ দিনের প্রথম সেশনেই ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। পরের দুই সেশনে বাংলাদেশের ঝুলিতে যোগ হয় একটি করে উইকেট।

জ্যামাইকার সকালটা স্পিনের ঝলকে ক্যারিবীয়দের নাড়িয়ে দিয়েছিল টাইগাররা। দলীয় ৯ রানে উদ্বোধনী জুটিতে ফাটল ধরান স্পিনার মেহেদী হাসান মিরাজ। ওপেনার ডেভন স্মিথ মিরাজের বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন মুমিনুলকে। ২২ বলে ২ রান করে আউট হন স্মিথ।