• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুরগি নিয়ে অনুশীলন সারল ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৮, ১৭:৩৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নামবে ইংল্যান্ড। লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের দ্বিতীয় শিরোপা মাত্র দুই ধাপ দূরে ফুটবলের জনকরা। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে বিশেষ অনুশীলন এনেছে ইংলিশ শিবির। সেমিফাইনালে লুকা মদ্রিচের দলের বিপক্ষে নামার আগের দিন মুরগি নিয়ে নিজেদের মধ্যে অনুশীলন করলেন সাউথ গেটের শিষ্যরা।

অবাক হবার কিছুই নেই! যতটা শুনেছেন ঠিকই শুনেছেন, হ্যারি কেনের দল অনুশীলন করেছে মুরগি নিয়েই, তবে তা রবারের তৈরি খেলনা মুরগী। মস্কোতে নামার আগে এই ভাবেই নিজেদের চূড়ান্ত অনুশীলন সারলেন থ্রি লায়ন্সরা।

বল চুরি অনুশীলন যাকে বলে, ঠিক তেমনই অনুশীলন করলেন ডেল আলী-জেমি ভার্ডিরা। বল পাস দিয়ে দ্রুত জায়গা বদল করে যে ভাবে অনুশীলন হয়, সে ভাবেই প্রস্তুতি সারল ইংলিশরা। শুধু পায়ের বদলে অনুশীলনটা চলেছে হাতে রাবারের মুরগি নিয়ে।

এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় বারের মতো সেমিফাইনাল খেলতে নামছে ইংলিশরা। ১৯৬৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল ইউরোপের দলটি। সেবাই প্রথম সেমিফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন হয়।

অনুশীলনে ইংল্যান্ডের হয়ে খেলা টটেনহ্যামের মিডফিল্ডার ডেলে আলী

এর পর তারা বিশ্বকাপ সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে ১৯৯০ সালে। সে বছর পশ্চিম জার্মানির বিপক্ণে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ইংল্যান্ড দলকে। দীর্ঘ ২৮ বছর পর ফের বিশ্বকাপের শেষ চারের লড়াইতে নামতে চলেছে ইংল্যান্ড।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh