• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় দল ছেড়ে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৮, ০৮:৫৯

৩২ বছরের শিরোপা খরা কাটাতে রাশিয়ায় পা দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজয়বরণ করে। শেষ ম্যাচে ভাগ্যের জোরে নাইজেরিয়াকে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে আলবেসিলেস্তেরা। কিন্তু শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ৪-৩ গোলে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেশে ফিরতে হয় মেসিদের।

এরপরই নিশ্চিত হয় ছাঁটাই হচ্ছেন সাম্পাওলি। বিশ্বকাপ শুরুর আগে থেকে তার টেকনিক নিয়ে আলোচনায় মুখর ছিল আর্জেন্টিনার সাবেক ফুটবলাররা। বিশ্বকাপে নাইজেরিয়া ম্যাচের আগেই নাকি খেলোয়াড়রা তার পদত্যাগ চেয়েছিলেন এমনটাই গুঞ্জন ওঠে বিশ্ব মিডিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত এমন কিছুই হয়নি। তার বিশ্বকাপ থেকে বিদায়ের পর তার বিদায়টা এক প্রকার নিশ্চিতই ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি আর্জেন্টিনার ফুটবল সংস্থা এএফএ।

সাম্পাওলির বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার এক জরুরি সভায় বসে আর্জেন্টিনা ফুটবল সংস্থার নির্বাহী কমিটি। সেখানে সাম্পাওলির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তবে সাম্পাওলির পদাবনতি হয়েছে। জাতীয় দলের পর তাকে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেয়া হয়েছে।

-----------------------------------------------------
আরও পড়ুন : এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স
----------------------------------------------------

সভা শেষে জানানো হয়, সাম্পাওলিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেয়া হয়েছে। এই দলকে আসন্ন এল’আলকুদিয়া টুর্নামেন্টে তত্ত্বাবধান করবেন সাম্পাওলি। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্ধারিত হবে সাম্পাওলির ভবিষ্যত।

আর্জেন্টিনা ফুটবল সংস্থা সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরবর্তী নির্বাহী কমিটির সভায়, যেটা জুলাইর শেষ দিকে অনুষ্ঠিত হবে, সেখানে সাম্পাওলির কাজের মূল্যায়ন ও তার ভবিষ্যত নির্ধারণ করা হবে। আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে ছিলেন সেবাস্তিয়ান। তার পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে সাম্পাওলিকে। হোর্হের সহকারী হিসেবে রাখা হয়েছে সেবাস্তিয়ানকে।

আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে সাম্পাওলির চুক্তির মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। ২০১৯ কোপা আমেরিকার আগে যদি তাকে ছাঁটাই করতে চায় ফুটবল সংস্থা তাহলে ৮ মিলিয়ন ডলার দিতে হবে। আর এখন ছাঁটাই করলে গুণতে হবে প্রায় ২০ মিলিয়ন ডলার!

আরও পড়ুন :

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
X
Fresh