• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফ্রান্সকে টেক্কা দিতে প্রস্তুত তারকায় ভরপুর বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুলাই ২০১৮, ১০:৩৫
বাঁ থেকে লুকাকু, হ্যাজার্ড, ডি ব্রুইন ও কর্তোয়ার

১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামছে বেলজিয়াম। ৩২ বছর আগে মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমেছিল রেড ডেভিলসরা। ওই ম্যাচে ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত দিয়েগো ম্যারাডোনার জাদুতে বিশ্বজয়ের স্বপ্ন ভঙ্গ হয়। দুটি গোল করে ইউরোপের দেশটিকে বিদায় করে দেন দ্য গোল্ডেন বয়।

ফ্রান্সের বিপক্ষে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে এইডেন হ্যাজার্ড নেতৃত্বাধীন দলটি।

ডিফেন্স থেকে শুরু করে আক্রমণভাগে দারুণ সব খেলোয়াড় রয়েছেন। ডিফেন্সে ভিনসেন্ট কোম্পানি ও মিউনিয়েররা জমজমাট ভাব বজায় রেখেছেন। আবার সেটপিসে আক্রমণেও উঠছেন।

অন্যদিকে মাঝমাঠে ফেলাইনি, নাসের চ্যাডলি, উইটসেল থেকে শুরু করে আক্রমণে রোমেলু লুকাকু, হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইনেরা যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন।