• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্টোকসকে নিয়ে ভারতের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৮, ১৯:৫৪

তিন ম্যাচ টি-টিয়োন্টি সিরিজের শেষ ম্যাচে ব্রিস্টলে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। সিরিজে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। তাই এই ম্যাচে যে জিতবে সেই দলই সিরিজের খেতাবটি নিজেদের করে নেবে।

আজ রোববার গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডের উইকেটের চরিত্রকে মাথায় রেখে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক।

সিরিজের শেষ ম্যাচে দলে দুই পরিবর্তন এনেছেন বিরাট। চোট পাওয়া ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে এসেছেন দীপক চাহার এবং কুলদীপ যাদবের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ করে নিয়েছেন সিদ্ধার্থ কল।

ভারত জোড়া পরিবর্তন আনলেও, দলে একটি মাত্র পরিবর্তন এনেছেন স্বাগতিক অধিনায়ক ইয়ন মরগ্যান। ফর্মে না থাকা মিডল অর্ডার জো রুটের পরিবর্তে ইংল্যান্ডের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন বেন স্টোকস।

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও প্রয়োজনীয় সময় বেশ কার্যকারী বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার স্টোকস।

ভারত একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওন, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সুরেশ রায়না, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চহাল, দীপক চাহার, সিদ্ধার্থ কল, উমেশ যাদব।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জস বাটলার, অ্যালেক্স হেলস, ইয়ং মরগ্যান (অধিনায়ক), জনি বেয়াস্ট্রো, বেন স্টোকস, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জ্যাক বল।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
পুত্র সন্তানের মা হলেন আনুশকা শর্মা
বাকি তিন টেস্ট থেকেও সরে দাঁড়ালেন কোহলি
X
Fresh