• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপে শুট আউটের নজির রাশিয়া-ক্রোয়েশিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৮, ১৩:৪১

রাশিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ক্রোয়েশিয়া। স্বপ্নের ফাইনালে উঠতে হয়ে লুকা মদ্রিচ নেতৃত্বাধীন দলটিকে খেলতে হবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ১২০ মিনিটের মধ্যে ২-২ ফল হওয়ায় পেনাল্টিতে যায় ম্যাচ। সেখান থেকে ক্রোয়েশিয়া ম্যাচটি জিতে নেয়।

জেতা হারার ঊর্ধ্বে উঠে এই ম্যাচ ইতিহাসের পাতায় চলে গেছে। কারণ দুই দলই নক আউটের পরপর দুটি ম্যাচ পেনাল্টিতে শেষ করলো। যা বিশ্বকাপের ৫৮ বছরের ইতিহাসে আগে কোনোদিনও হয়নি। অর্থাৎ পরপর দুটি পেনাল্টি ম্যাচ খেলা দল একে অপরের মুখোমুখি হয়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ক্রোয়েশিয়াকে সেমিতে তুলে রেকর্ড গড়লেন সুবাসিচ
--------------------------------------------------------

রাশিয়া শেষ ষোলোর ম্যাচে স্পেনকে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে ওঠে। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়েও খেলা ১-১ ছিল। ইগর আকিনফেভ দারুণ গোলকিপিং করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন।

এদিকে ক্রোয়েশিয়া শেষ ষোলোর ম্যাচে ডেনমার্ককে ৩-২ গোলে হারায়। ১২০ মিনিটের পর খেলা ১-১ ছিল। পরে গোলকিপার ড্যানিজেল সুবাসিচ দারুণ সেভ করে দলকে উতরে দেন।

এদিনও দুই দলের গোলকিপারই দারুণ ফর্মে ছিলেন। তবে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার সুবাসিচ শেষ হাসি হাসেন। রাশিয়া বিশ্বকাপে রেকর্ডের তালিকায় এটি নয়া সংযোজন হলো।

দিরে অন্য ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়ে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh