• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উইম্বলডনে দেখা হচ্ছে উইলিয়ামস বোনদের?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৮, ১৫:৩৫

মাতৃত্বকালীন অবসরে প্রায় বছরখানেক কোর্ট থেকে দূরে থাকলেও উইম্বলডনে বাছাই তারকার মর্যাদা পেয়েছেন সেরেনা উইলিয়ামস। এই মুহূর্তে ৩৬ বছর বয়সী এই তারকার সিঙ্গলস র‌্যাংকিং ১৮১ হলেও উইম্বলডনে তিনি ২৫ নম্বর বাছাই। আয়োজকদের আস্থার মর্যাদা রেখে ক্যারিয়ারের অষ্টম উইম্বলডন ও ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবের লক্ষ্যে যথাযথ এগিয়ে চলেছেন টেনিস কুইন।

নিজের থেকে ১৩ বছরের ছোটো বুলগেরিয়ান তারকা ভিক্টোরিয়া তোমোভাকে স্ট্রেট সেটে হারিয়ে চলতি উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মার্কিন তারকা। ১ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৪ সেটে জয় তুলে নেন সেরেনা।

লেডিস সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন বোন ভেনাস উইলিয়ামসও। নবম বাছাই সিনিয়র উইলিয়ামস প্রথম সেট হেরে পিছিয়ে পড়লেও পরের দু’টি সেটে ঘুরে দাঁড়িয়ে দুরন্ত লড়াই উপহার দেন। রোমানিয়ার আলেজান্দ্রা দুলঘেরুর বিরুদ্ধে ৪-৬ গেমে প্রথম সেট হারেন ভেনাস। শেষ দু’টি সেটে প্রতিপক্ষকে কার্যত কোর্টে দাঁড়াতেই দেননি ৩৮ বছর বয়সী টেনিস খেলোয়ার। শেষ দু’টি সেট ভেনাস জেতেন ৬-০, ৬-১ গেমে। ১ ঘণ্টা ৫৯ মিনিটের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডের হার্ডল টপকে যান সেরেনার বড় বোন।

তৃতীয় রাউন্ডের লড়াইয়ে সেরেনা মুখোমুখি হবেন ফ্রান্সের ক্রিশ্চিনা মালদেনোভিচের। ভেনাস পরের ম্যাচে কোর্টে নামবেন ২০তম বাছাই ডাচ তারকা কিকি বার্টেন্সের বিপক্ষে। সিঙ্গলসে নিজেদের পরের দু’টি ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামবেন উইলিয়ামস বোনেরা।