• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইংল্যান্ড জিতলেও হেরে গেলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০১৮, ১১:২৩

খেলাধুলার জগতে গত দিনটি (মঙ্গলবার) ছিল ইংল্যান্ডের। রাশিয়ার স্পাতার্ক স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে কলম্বিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। আর অন্যদিকে ক্রিকেটে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। একযুগ পর কলম্বিয়াকে হারিয়ে ফুটবল ইতিহাসে টাইব্রেকারের ভাগ্য পরিবর্তন করে জয় নিয়ে কোয়ার্টারে ওঠে ফুটবল দল। অন্যদিকে ক্রিকেটে ভারতের কাছে পরাজয়বরণ করে ক্রিকেট দল।

গতরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে খেলতে নামে স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ছিল ইংল্যান্ডের। দুই ওপেনার ৫ ওভারে তুলেছিল ৫০ রান। জস বাটলার ও জেসন রয়ের ব্যাটিংয়ে মনে হচ্ছিল বিশাল সংগ্রহ পেতে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু কুলদ্বীপ যাদবের অসাধারণ বোলিংয়ে স্কোরবোর্ডে বড় পুঁজি পায়নি ইংল্যান্ড। পঞ্চম ওভারের শেষ বলে জেসন রয়কে আউট করে ভারতকে প্রথম সাফল্য দেন পেসার উমেশ যাদব। ২০ বলে ৩০ রান করেন রয়।

------------------------------------------------------------
আরও পড়ুন : মাঠে-বাইরে পরিচ্ছন্নতায় জাপানের অনন্য দৃষ্টান্ত
------------------------------------------------------------