• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কোয়ার্টারে কাসেমিরোকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৮, ১৮:১৩

গতরাতে(সোমবার) মেক্সিকোকে দুই গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের এমন দিনে দুঃসংবাদ শুনতে হয় দলকে।

কোয়ার্টারে বেলজিয়ামের বিপক্ষে সেলেকাওরা পাবেন না দলের গুরুত্বপূর্ণ এ তারকা খেলোয়াড়কে। আগামী ৬ জুলাই কাজানে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ফিরবেন মার্সেলো-দানিলোরা। হয়তো ডগলাস কস্তাও সুস্থ হয়ে উঠবেন।

কাসেমিরো না থাকাটা কোনও ইনজুরির কারণ নয়। মূলত তিনি কার্ড সমস্যার কারণে কোয়ার্টারের সে ম্যাচটি মিস করবেন। তবে দল কোয়ার্টার জিতে সেমিফাইনালে গেলে তিনি আবার খেলতে পারবেন।

সুপার সিক্সটিনে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় আসরের অপরাজিত ব্রাজিল। কিন্তু ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর মিডফিল্ডার জোনাথন দস সান্তোসের বিপক্ষে একটি হলুদ কার্ড পেয়েছেন ব্রাজিলিয়ান কাসেমিরো।

এর আগে গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার কাসেমিরো। তাই শর্ত অনুযায়ী বিশ্বকাপ আসরের শেষ আটে তিনি অংশ নিতে পারবেন না। গ্যালারিতেই তার আসন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
--------------------------------------------------------

কাসেমিরো না থাকায় তার স্থলে প্রথম একাদশে ফার্নানদিনহোকে প্রথম একাদশে রাখার চিন্তা করছেন ব্রাজিল কোচ তিতে।

আরও পড়ুন:

এএ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh