• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাপ কা বেটা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জুলাই ২০১৮, ১১:৩০

শেষ ষোলোর লড়াইয়ে মরণপণ যুদ্ধে মডরিচ, রাকিটিচ, রেবিচ, মান্ডজুকিচরা নেমেছিলেন কর্নিলিয়াস, ব্রেথওয়েট, ইউরারি, ক্রিস্টেনসেন, ইউর্গেনসেনদের বিপক্ষে। তবে আসলে লড়াই হলো দুর্গের শেষ প্রহরী দুই গোলকিপারের মধ্যে। ডেনমার্কের ক্যাসপার শ্মাইকেল বনাম ক্রোয়েশিয়ার ড্যানিজেল সুবাসিক যেনো আক্ষরিক অর্থেই একে অপরের বিরুদ্ধে লড়াই করলেন।

দুই দলই ম্যাচের ৯০ মিনিটে সুযোগ তৈরি করেও একটির বেশি গোল করেত পারেনি। ম্যাচের ৫৭ সেকেন্ডের মাথায় ক্রোয়েশিয়ার বক্সে জটলার মধ্য থেকে শট করে গোল করে যান ডেনমার্কের মাথিয়াস ইউর্গেনসন। তবে গোল শোধ করতে বেশি সময় নেয়নি ক্রোয়েটরা। ৩ মিনিট ৪০ সেকেন্ডে দারুণ গোল করে সমতা ফেরান মারিও মান্ডজুকিচ।
তারপরে দুই গোলকিপারের বেশি পরীক্ষা দিতে হয়নি। কারণ মাঝমাঠের দখল নিজেদের কাছে রাখতে গিয়ে দুই দলের খেলোয়াড়রাই খেলাটাকে এলোমেলো করে ফেলেছিলেন। ফলে বিশেষ গোলের সুযোগ তৈরি হয়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন : বিদায় ইনিয়েস্তা
--------------------------------------------------------

অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটে ক্রোয়েটরা ডেনমার্ক বক্সে ফাউল থেকে পেনাল্টি পায়। তবে অবিশ্বাস্য দক্ষতায় লুকা মডরিচের শট আটকে দেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার।

শেষ পর্যন্ত খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও দাড়িপাল্লার মতো ভাগ্য ঝুলছিলো। কখনও ক্যাসপার শট বাঁচিয়েছেন, তো কখনও সুবাসিক শট বাঁচিয়েছেন। ক্রোয়েটরা মাথা ঠাণ্ডা রেখে ৩-২ গোলে জয় তুলে নেয়।