• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে রাশিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুলাই ২০১৮, ২২:৪২

অঘটনের শিকার হলো ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। স্বাগতিক রাশিয়ার কাছে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়ে নক আউট থেকেই ছিটকে পড়লো স্পেন। আগের রাতে আর্জেন্টিনা, পর্তুগালের বিদায়ের পর আজ আরেক ফেবারিট স্পেনের বিদায় হলো। নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের খেলা সমতায় থাকার পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

এ জয়ের জন্য অবশ্যই নায়ক রাশিয়ার অধিনায়ক ও গোলরক্ষক আকিনফিভ। স্পেনের কোকে ও ইয়াগো আসপাসের শট ঠেকিয়ে দলকে কোয়ার্টারে উন্নীত করেন তিনি।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নক আউট পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় স্পেন-রাশিয়া। হট ফেবারিটের তকমা সেঁটে খেলতে নামে স্প্যানিশরা। আর বাড়তি শক্তি হিসেবে রুশরা পায় ৮০ হাজার দর্শকের সমর্থন। ফলে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে খেলা।

অবশ্য ম্যাচের শুরুতেই ১১ মিনিটের মাথায় আত্মঘাতি গোলে এগিয়ে যায় স্পেন। ডি-বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি-কিক পায় স্পেন। ফ্রি-কিকটি নেন ইসকো। গোলপোস্টের সামনে তখন সার্জিও রামোসকে বাধা দেয়ার চেষ্টা করেন ইগনাশেভিচ। এক পর্যায়ে ইগনাশেভিচ-রামোস দুইজনই পড়ে যান। এমন সময় বল এসে ইগানাশেভিচের পায়ের গোঁড়ালিতে লেগে জালে গিয়ে আশ্রয় নেয়।