• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে ৪শ’ রানে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কা ‘এ’ দলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৮, ১৭:২৭

চার দিনের ম্যাচের প্রায় দু’দিন খেলে ফেললো সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে বলা চলে চালকের আসনে আপাতত তারাই। ৪৪৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করলো লঙ্কানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের চারদিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

শুরুতে ওপেনার মিলান্থার উইকেট হারিয়ে কিছুটা ধীর হলেও দলের হাল ধরেন আরেক ওপেনার দ্বিমুথ করুনারত্নে।

পেসার খালেদ আহমেদের বলে লেগ বিফোর হওয়ার আগে ১০৬ বলে খেলেন ৬০ রানের ইনিংস। করুনারত্নেকে সঙ্গ দিতে এসে নিজেও পৌঁছে যান শত রানের কাছে। শতক না পেলেও ১৫৫ বলে ৯০ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘তাবিজ’ নিয়ে খেলেছিলেন মেসি!
--------------------------------------------------------

মিডল অর্ডারে ব্যাট করতে এসে আশান শামুমুর ৯৭ বলে ৭০ রানের ইনিংসে ভর করে ৪০০ পার করে লঙ্কানরা।

১৩১.১ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা ‘এ’ দল।

বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ নেন ২৭ ওভারে ৯২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট। আবু হায়দার রনি নেন ২ উইকেট। সাইফুদ্দিন পান ১টি উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয় টাইগার শিবিরে। প্রথমে ১৭ বলে ২১ রান করে নিসালা থারাকার বলে বোল্ড হন সৌম্য সরকার।

আরেক ওপেনার সাদমান ইসলামও হাঁটেন সৌম্যর পথেই। ২৫ বলে ১ রান করে আসালাঙ্কার বলে বোল্ড হয়ে ফিরে যান তিনিও।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। উইকেটে আছেন ১২ রানে তুষার ইমরান আর ৮ রানে মোসাদ্দেক হোসেন।

আরও পড়ুন:

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh