• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘নাম্বার ওয়ান’ মারে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ নভেম্বর ২০১৬, ১৪:৩৭

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অধিকার করলেন অ্যান্ডি মারে। এ নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন স্কটিশ এ টেনিস সেনসেশন।

এর আগে র‌্যাঙ্কিংয়ে মারের সর্বোচ্চ স্থান ছিল দ্বিতীয়। ২০০৯ সালে তিনি এ স্থান দখল করেন। তার পর শীর্ষস্থান ধরি ধরি করেও পারছিলেন না। অবশেষে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে সরিয়ে কাঙ্খিত স্থানটি দখল করলেন।

অ্যান্ডি মারে পেশাদার টেনিস ক্যারিয়ার শুরু করেন ২০০৫ সালে।ওই সময় দাপটের সঙ্গে বিশ্ব টেনিসে রাজত্ব করছিলেন সুইস সেনসেশন রজার ফেদেরার। এরই মধ্যে নিজেদের জাত চেনাতে শুরু করেন নোভাক জোকোভিচ ও স্প্যানিশ টেনিস রাজা রাফায়েল নাদাল। ফলে দীর্ঘ দিন এ ৩ জনের ছায়া হয়ে থাকতে হয় মারেকে।

প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে জিতলেই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতেন অ্যান্ডি মারে। তবে সেই যাত্রায় মনের আশা পূরণ হয়নি। প্রতিপক্ষ মাইলোস রোনিকের ইনজুরির কারণে সেমি না খেলেই ফাইনালে ওঠেন। এর সুবাদে মনের আশাও পূর্ণ হয়। দখল করেন শীর্ষস্থান।

টেনিস ইতিহাসে ২৬তম খেলোয়াড় হিসেবে শীর্ষস্থান দখল করলেন অ্যান্ডি মারে। বিশেষজ্ঞদের ধারণা, এবার প্যারিস মাস্টার্সের ফাইনালে জিতলে উদযাপনে এটি বাড়তি মাত্রা যোগ করবে।

চলতি বছরটি দারুণ কাটছে সদ্য ‘নাম্বার ওয়ান’র। ক্যারিয়ারে প্রথমবারের মতো উইম্বলডন শিরোপা জয়ের পর অলিম্পিকের স্বর্ণপদকও জিতেছেন মারে। এ পর্যন্ত ১২টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১১টির ফাইনালে উঠেছেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh