• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া জয়ীরা খেলতে চায় বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৮, ২৩:২৩

প্রত্যাশার কমতি নেই রুমানাদের। সদ্য এশিয়া কাপ বিজয়ীরা আজ রাত ১টা ৪০ মিনিটে রওনা করবে ইউরোপের উদ্দেশে।

সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আইরিশদের সাথে খেলেই বিমান ধরতে হবে নেদারল্যান্ডসের। সেখানে খেলতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব।

এশিয়া কাপে ছয় আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে নারী দল এবার বিশ্বকাপ খেলার প্রত্যাশাটা করতেই পারে। পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড আর ভারতের মতো দলকে দুইবার হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটাই তাই এগিয়ে রাখছে বাংলাদেশকে।

বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুনও আত্মবিশ্বাসী নিজেদের নিয়ে। ফ্লাইট ধরার আগে তিনি গণমাধ্যমকে জানান, আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। দলের সবাই এখন নিজেদের সম্পর্কে ভালোমতো বুঝতে শিখেছে। তারা জানে কোথায় কেমন খেলতে হবে।

ইউরোপ সফরের আগে বন্দরনগরী চট্টগ্রামে পাঁচ দিনের একটা ক্যাম্প করেছিলো নারীরা। এটাই আপাতত রুমানা-জাহানারাদের পুঁজি।

আয়ারল্যান্ডে ২৮, ২৯ জুন ও ১ জুলাই রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নেদারল্যান্ডসে বাছাইপর্বে নিজেদের গ্রুপে রয়েছে স্বাগতিক নেদারল্যান্ডসসহ পাপুয়া নিউগিনি ও আরব আমিরাত। আরেক গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও উগান্ডা।

এই দুই গ্রুপ থেকে দু’দল যাবে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে।

১৪ সদস্যের বাংলাদেশ নারী দল
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আইশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম।
স্ট্যান্ডবাই
জান্নাতুল ফেরদৌস, লতা মণ্ডল, মুর্শিদা খাতুন, সীরা আজমিন।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
যত টাকা বেতন পান আনুশকা-বিরাটের দেহরক্ষী
সালমানের জন্য অঝোরে কাঁদলেন রাখি সাওয়ান্ত (ভিডিও)
X
Fresh