• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চান্দিমালের বদলে নতুন অধিনায়ক শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৮, ১৭:০৪

এইতো দু’মাস আগেই বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক, সহ-অধিনায়ক। স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষিদ্ধ করে এক বছরের জন্য।

এই ক্ষত ভুলতে না ভুলতেই আবারও বল টেম্পারিং কাণ্ড উঠে এলো শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে।

বল বিকৃতির দায়ে সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে দুই আম্পায়ার পুরনো বলের পরিবর্তে নতুন বল দেন লঙ্কানদের। যার কারণে ক্ষিপ্ত হয়ে মাঠ ছাড়ার পর প্রায় এক ঘণ্টা মাঠেই নামেনি লঙ্কানরা।

অসদাচরণের দায়ে দুই আম্পায়ার পাঁচ রান কাটে শ্রীলঙ্কার। পরে অবশ্য সিসি টিভির ফুটেজে দেখা গেলো চান্দিমাল পকেট থেকে কিছু একটা বের করে মুখে দিয়ে লালার সঙ্গে মিশিয়ে বলে ঘষছেন।

এতে নিজেদের ভুল স্বীকার করে নিলেও রেহাই পাননি লঙ্কান দলনেতা।

--------------------------------------------------------
আরও পড়ুন : আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন না: মুসা
--------------------------------------------------------

যার কারণে এরইমধ্যে এক টেস্টে নিষিদ্ধ করা হয়েছে লঙ্কান দলের নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমালকে। সাথে ডিমেরিট পয়েন্ট যোগ আর ম্যাচ ফি’র শতভাগ কেটে নেয়া হয়েছে।

শুধু চান্দিমালই নন, বাররাবডোজে তৃতীয় ও শেষ টেস্টে ড্রেসিং রুম থেকে নিষিদ্ধ হতে পারেন লঙ্কান কোচ চণ্ডিকা হাথুরু সিংহে আর দলীয় ম্যানেজার গুরুসিংহে। এই দুই জন নিষিদ্ধ হতে পারেন চার টেস্ট কিংবা আটটি এক দিনের ম্যাচে।

বাররাবডোজে দিবারাত্রি ম্যাচে শেষ টেস্টের জন্য নতুন অধিনায়কও ঘোষণা করেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। দলের নিয়মিত পেস বোলার সুরাঙ্গা লাকমলকে এই টেস্টের দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আজ ২৩ জুন বাংলাদেশ রাত ১২টায় বাররাবডোজে শুরু হবে দিবারাত্রির তৃতীয় টেস্ট।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh