• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় স্পেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৮, ১৮:২৭

ক্রিশ্চিয়ানো রোনালদোর ধাক্কা সামলানোর পর পর মানসিকভাবে চাঙ্গা হয়ে ইরানের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামছে স্পেন। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় কাজানে পারসিয়ানদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না সার্জিও রামসের শিষ্যরা।

আগের ম্যাচে ৩-৩ ড্র করতে হয়েছে পর্তুগালের বিরুদ্ধে। সারা ম্যাচে ২০১০ সালের চ্যাম্পিয়নরা অসাধারণ নৈপুণ্য দেখালেও একা সিআর সেভেনের ম্যাজিকে ম্যাচ ড্র রেখে আসতে হয়েছে। এদিকে ইরান ১-০ গোলে প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে দিয়েছে।

নতুন কোচ ফের্নান্দো ইয়েরোর ছেলেরা পর্তুগাল ম্যাচ থেকে শিক্ষা নিয়েই মাঠে নামবে। অন্যদিকে ভাগ্যের সহায়তায় মরক্কো ম্যাচে জয় পেয়েছে ইরান। মরক্কোর আজিজ বৌহাদৌজের আত্মঘাতী গোলে ইরান শেষ পর্যন্ত তিন পয়েন্টে পেয়েছে।

স্পেন ও পর্তুগাল দুটি দলই এই গ্রুপ থেকে শেষ ষোলোয় যাওয়ার দাবিদার। কেউই ম্যাচ হারেনি। শেষ দুটি ম্যাচে স্পেন ও পর্তুগাল মরক্কো ও ইরানকে হারাবে বলেই ধরে নেয়া হচ্ছে। সেক্ষেত্রে ইরান প্রথম ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে যাবে!