• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েট দলে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৮, ১৭:২৫

প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়লাভ করে ডি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। অপরদিকে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ড্র করে রয়েছে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জয়ের বিকল্প কিছু ভাবছে না আলবেসিলেস্তেরা।

অপরদিকে একই চিন্তা ক্রোয়েশিয়ার। তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য অপেক্ষা করতে চায় না। তারাও চায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করতে।

এমন সমীকরণকে সামনে নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মূল একাদশে পরিবর্তন আনার আভাস দিয়েছেন কোচ জ্লাতকো দালিচ। ডিফেন্ডার ইভান স্ট্রিনিচের বদলে দলে ভেদরান করলুকার থাকার আভাস দিয়েছেন তিনি। তাছাড়া ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের বদলে মিডফিল্ডার মিলান বাদেলজকে নেয়া হবে বলেও তিনি ইঙ্গিত করেন। মারিও মানজুকিচের সাথে আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে বাদেলজের কাঁধে।

সবমিলিয়ে মেসিদের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে টেবিল টপাররা।