• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না সুজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৮, ১৫:১৩
খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা (ফাইল ছবি)

বাংলাদেশ দলের ম্যানেজারের নাম বলতে গেলে খালেদ মাহমুদ সুজনের কথা উঠে আসে সবার উপরে। গত কয়েক বছর ধরে দলের সঙ্গে টাইগারদের সাবেক এই অধিনায়ক থাকেন ম্যানেজারের দায়িত্বে।

তবে এবার আর সেটা হচ্ছেনা। সুজন নিজেই বললেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের দলের ম্যানেজার পদে থাকছিনা আমি।

গত আট মাস বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরু সিংহের পদত্যাগের পর ভারপ্রাপ্ত কোচ যিনিই হয়েছেন তার সঙ্গে কাজ করেছেন দলের জন্য।

-----------------------------------------------------
আরও পড়ুন : নয়া কোচের যাত্রা শুরু আজ থেকে
-----------------------------------------------------

সবশেষ ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন সুজন।

এসেছে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধরে নেয়া হয়েছিল সুজনই থাকছেন দলের ম্যানেজারের দায়িত্বে। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত।

শোনা যাচ্ছে দলের সাবেক এই অলরাউন্ডারের পরিবর্তে দলের ম্যানেজার হয়ে ক্যারিবীয় দ্বিপপুঞ্জে যাবেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন :

সমালোচনায় কান দেন না সাকিব

এমন হারের ব্যথা কীভাবে ভুলবেন পেইন

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh