• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওয়ানডেতে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৮, ০০:১০

চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। আর এই সুযোগে ইংলিশ ব্যাটসম্যানরা বুঝি চাপহীন এক ইনিংসই খেলে ফেললো! ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এখন ইংল্যান্ড।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটা যে অস্ট্রেলিয়ার জন্য এতটা আত্মঘাতী হয়ে যাবে সেটা কে ভেবেছিল।

ঘরের মাঠে আগের দুই ম্যাচ জিতে মানসিকভাবে এগিয়েই ছিল ইংলিশরা। তার প্রভাব দেখা গেলো তৃতীয় ম্যাচে। ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় আর জনি বেয়ারেষ্ট্রো প্রথম থেকেই চেপে বসেন অজি বোলারদের উপর।

দু'জনই রান তুলতে থাকেন দ্রুত। অল্পের জন্য শতক হাঁকাতে না পারলেও জেসন রয় করেন ৬১ বলে ৮২ রান। আরেক ওপেনার জনি বেয়ারেষ্ট্রো আর হাতছাড়া করেননি শতক।