• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পোল্যান্ডকে হারিয়ে সেনেগালের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৮, ২৩:৩৯

সেনেগালের বিরুদ্ধে হার দিয়ে ২০১৮ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল পোল্যান্ড। ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিত এই হার নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা পোল্যান্ড শিবিরকে।

আজ মঙ্গলবার ম্যাচের ৩৭ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পরে পোলিশরা। ইউরোপের দেশটির ডিফেন্ডার থিয়াগো সিওনেকের পায়ে লেগে বল জালে জড়ায়। এতে এগিয়ে যায় আলিউ সিসে শিষ্যরা।

২০০৬ সালে শেষবারে মতো বিশ্বকাপে অংশ নেয়া দলটি হয়তো একবারের জন্যও ভাবেনি রাশিয়া বিশ্বকাপের শুরুটা আত্মঘাতী গোল হজম করে করতে হবে তাদের। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকবার চেষ্টা করে। সফল না হয়ে ১-০তে মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধের পর আফ্রিকান দেশটির ওপর চড়াও হয় বার্য়ান মিউনিখের তারকা রবার্ট লেয়নডস্কি নেতৃত্বাধীন দলটি। ম্যাচের ৬০তম মিনিটে সেনেগালের হয়ে খেলার ফল ২-০ করেন এমবায়ে’ নিয়ং।

তবে ম্যাচের অন্তিমলগ্নে পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন গ্রজেগৰ্জ ক্রিকোওইয়াক। ৮৬তম মিনিটে গোলটি আসলেও শেষ পর্যন্ত ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে নেতৃত্বাধীন সেনেগাল।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh