• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ওয়ানডেতে বাংলাদেশের একধাপ উপরে অস্ট্রেলিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০১৮, ১২:২৯

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার র‍্যাংকিংটা ঠিক বাংলাদেশের একধাপ উপরে। একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের এমন অবনমন হবে সেটা দেখেও বিশ্বাস করার মতো না।

গত ৩৪ বছরের মধ্যে এই প্রথম এমন খারাপ অবস্থানে অস্ট্রেলিয়ার র‍্যাংকিং। ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অজিরা এখন ইংল্যান্ডে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে এমন অবনমন ঘটেছে অস্ট্রেলিয়ার। রেটিং পয়েন্ট ১০২ নিয়ে বাংলাদেশের ঠিক এক উপরে ৬ নম্বরে অবস্থান তাদের।

২০১৬-১৭ সিজন মিলে এখন পর্যন্ত ২৩টি ওয়ানডের মাত্র ৯টি ম্যাচে জিতেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বর অবস্থানে আছে ইংল্যান্ড। দুই নম্বরে ভারত, তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা, চার নম্বরে নিউজিল্যান্ড।

১০২ রেটিং নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান। তার পরেই আছে ১০২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।

বল টেম্পারিংয়ের দায়ে কাটা পড়া অজিদের নিয়মিত অধিনায়ক স্টিভ স্মিথ আর সহ-অধিনায়ক ওয়ার্নারকে ছাড়া অস্ট্রেলিয়া দল আর কতো নিচে নামে সেটা সময়ই বলে দেবে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
তীব্র গরমে সালাতুল ইসতিসকা আদায়ের কর্মসূচি জামায়াতের
X
Fresh