• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পগবার গোলটি কেড়ে নিল ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৮, ১৬:৪৫

ম্যাচ শেষ হয়েছে দুদিন হয়ে গেছে। কিন্তু তারপরও সিদ্ধান্ত নিয়ে শঙ্কায় ছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। অবশেষে নিজেদের সেই শঙ্কা দূর করে নিলো ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি । গেলো শনিবার পগবার গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে রাশিয়া বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করে ফ্রান্স। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন গ্রিজম্যান।

এর চার মিনিট পর অর্থাৎ ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সকারুদের সমতায় ফেরান জেডিনাক। এরপর শত চেষ্টা করেও আর গোলের দেখা পাচ্ছিল না কোনও দলই। অবেশেষে ম্যাচে ৮০তম মিনিটে গোলের দেখা যায় ইউরোপের দেটি। পল পগবার করা শটটি বারপোস্টে লেগে গোল লাইন অতিক্রম করায় গোল পায় ফ্রান্স। তখন অফিসিয়ালভাবে জানানো হয়েছিল গোলটি ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। কিন্তু নিজেদের সিদ্ধান্ত নিয়েই শঙ্কায় ছিল ফিফা।

শেষপর্যন্ত নিজেদের সংশয় দূর করে চূড়ান্ত সিদ্ধান্তে নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান। তারা পগবার কাছ থেকে গোল কেড়ে নিয়েছে। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার শট নিয়েছিলেন বটে, তবে গোলটি আত্মঘাতী। পগবার চিপ অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের আজিজের পায়ে লেগেই গোলরক্ষকের মাথার উপর দিয়ে গিয়ে প্রতিহত হয় ক্রসবারে৷ তবে মাটিতে ড্রপ করার সময় গোললাইন পার করে যায়৷

ফিফা প্রাথমিকভাবে গোলটিকে পোগবার গোল হিসাবেই চিহ্নিত করেল৷ তবে পরে ভিডিও বিশ্লেষণে নিজেদের ভুল শুধরে নেন অফিসিয়ালরা৷ ফিফার পক্ষ থেকে পরে গোলটিকে আজিজের আত্মঘাতী গোল হিসেবেই উল্লেখ করা হয়৷