• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইতিহাস গড়লেন মেক্সিকান কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৮, ২২:৪৭

নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নেমেছে মেক্সিকো। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমে এল ট্রিয়ো খ্যাত দলটির কিংবদন্তি রাফায়েল মার্কেস গড়লেন এক অন্যন্য রেকর্ড। ম্যাচের ৭৩ মিনিটে আন্দ্রেস গুয়ারদাদো মাঠ ছাড়েন। ঠিক তখনই মাঠে নামলেন বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার। ফুটবলের ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে পঞ্চম বিশ্বকাপ খেলার মাইলফলকে পৌঁছালেন ৩৯ বছর বয়সী তারকা।

এই তালিকায় বাকি তিন জন হচ্ছেন- লোথার ম্যাথিউস (জার্মানি), আন্তোনিও কারবাহাল (মেক্সিকো) ও জিয়ানলুইজি বুফন (ইতালি)।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া এই ম্যাচে ১-০তে জয় পেয়েছে মেক্সিকানরা। গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধের ৩৫ মিনিটে গোলটি করে দলকে এগিয়ে দেন হিরভিং লোজানো। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর আমেরিকার দলটি।

ওয়াই/এএ