• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপে জঙ্গি হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সতর্কতা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ জুন ২০১৮, ১২:০৭

রাশিয়ায় বিশ্বকাপের ২১তম আসর শুরু হয়েছে। গেলো ১৪ জুন থেকে শুরু হওয়া গ্রেটেস্ট শো অন আর্থ যেমন সবার নজর কাড়ছে তেমনি নিরাপত্তাজনিত বিষয়টাও সবাইকে ভাবাচ্ছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ইসলামিক স্টেট-আইএস ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারকে বেশ কয়েক দফা হত্যার হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করে।

তবে সব শঙ্কা কাটিয়ে এখন পর্যন্ত রাশিয়ায় নির্বিঘ্নে ফুটবল মহোৎসবের খেলা চলছে। কিন্তু রাশিয়া বিশ্বকাপে জঙ্গি হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির নাগরিকদের রাশিয়ায় ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে।

ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, জঙ্গিরা বিশ্বকাপ ভেন্যুতে হামলা চালাতে পারে। তবে কোনও সুনির্দিষ্ট হুমকির কথা বলা হয়নি ওই বিবৃতিতে।

মার্কিন দপ্তরের ওই ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়েছে, বিশ্বকাপের মতো এ ধরনের বড় পরিসরের আন্তর্জাতিক আয়োজন জঙ্গিদের এক আকর্ষণীয় লক্ষ্যবস্তু।

সেখানে বলা হয়েছে, যদিও বিশ্বকাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, তবুও জঙ্গিরা স্টেডিয়াম, ভক্তদের জটলা, পর্যটনকেন্দ্র, পরিবহন থামার স্থানসহ বিভিন্ন পাবলিক ভেন্যুতে হামলার চেষ্টায় থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগের সতর্ক বার্তায় রাশিয়া ভ্রমণের বিষয়টি মার্কিন নাগরিকদের পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল। বলা হয়েছিল, জঙ্গি হামলার লক্ষ্যবস্তু কিংবা রুশ নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য কর্মকর্তাদের দ্বারা হয়রানি এবং চাঁদাবাজি শিকার হতে পারে মার্কিনিরা।

এ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
বইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই : ডিএমপি
X
Fresh