• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেইমারের সোনার ব্যাগের রহস্য কী?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুন ২০১৮, ২০:২৩

হেক্সা মিশনে রাশিয়ায় পা রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিমানবন্দরে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেলেসাও তারকা নেইমার। কারণ তার পায়ের জাদুতেই হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। কাপ জয়ের স্বপ্ন নিয়ে দলের সঙ্গে রাশিয়ায় পা রাখলেন ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার। বিমানবন্দরে নামতেই তার দিকে তাক করা হাজারও ক্যামেরা৷ নেইমির ঠোঁটের কোণে হাজার ওয়াটের হাসি৷ আর চোখে এক বুক স্বপ্ন৷ ইস্পাত কঠিন মানসিক প্রস্ততি নিয়ে সদ্য পায়ের চোট সারিয়ে মাঠে ফিরেছেন৷ প্রস্তুতির দুই ম্যাচেই গোল পেয়েছেন৷ এবার মূলপর্বের অগ্নিপরীক্ষা৷

বিমানবন্দরে নেইমার নামার পর সকলের দৃষ্টি পড়ে তার কাঁধে থাকা ব্যাগের দিকে। এটাতো আর যে কোনও ব্যাগ নয় যে আগ্রহ থাকবে না। বরং তার কাঁধের ব্যাগটি ছিল স্বর্ণখচিত। অনেকেই মনে করতে পারেন এই ব্যাগটি বিলাসিতার প্রতীক। আসলে এটি কোনও বিলাসিতা না। এটিতে করে নেইমার সৌভাগ্যের প্রতীক বয়ে এনেছেন।

চার বছর আগের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে এক চোটেই স্বপ্নভাঙ্গে৷ সেবার ঘরের মাঠে চোখের পানিতে ফ্যানদের হতাশ করেই মাঠ ছাড়তে হয়েছিল৷যার কারণে সেমিফাইনালে হাসপাতালের বিছানায় শুয়ে দেখতে হয়েছিল জার্মানির কাছে ১-৭ গোলের হার৷

এবারের বিশ্বকাপে তার ফুটবল স্কিলের দর্শন যেমন দেখা যাবে, তেমন স্টাইলেও অন্যদের মাতিয়ে দিতে পারেন নেইমার৷ রাশিয়ায় পৌঁছে প্রথম দিনই সেই ঝলক দিয়ে রাখলেন৷ সোনায় মোড়ানো সেই ব্যাগের মূল্য প্রায় ৮০ হাজার টাকা (৭০০ পাউন্ড)। এই ব্যাগটির পেছন দিকে ছাপা রয়েছে নেইমারের মা, বাবা, মেয়ে এবং ছেলের ছবি। যেখানে রয়েছে কাপ জয়ের জন্য পরিবারের আশীর্বাদ৷ সেই ছবিগুলোই পরের এক মাস নেইমারের সঙ্গী হতে চলেছে৷

২৬ বছর বয়সী এই তারকার বিশ্বাস পরিবারের মানুষজনকে সাথে সাথে রাখা তার জন্য মঙ্গলজনক হবে। যাতে করে তিনি আসন্ন বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেন।

গত রোববার রাশিয়ায় পৌঁছানো ব্রাজিল ফুটবল দল সোচির ক্যামেলিয়ায় সুইসোটেল রিসোর্টে অবস্থান করছে। অনুশীলন করবে ইয়োগ স্পোর্টস স্টেডিয়ামে। ১২ জুন (মঙ্গলবার) থেকে জনসমক্ষে অনুশীলন শুরু করেছে ব্রাজিলিয়ানরা।

‘ই’ গ্রুপে ব্রাজিল খেলবে সুইজারল্যান্ড, কোস্টারিকা এবং সার্বিয়ার বিপক্ষে। ১৭ জুন রোস্তভ এরেনায় নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। ২২ জুন সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হবে কোস্টারিকার এবং ২৭ জুন মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি হবে সার্বিয়ার।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh