• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৭৩৬ রানের ম্যাচে স্কটিশদের কাছে হারলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৮, ০৯:৪৭

স্কটল্যান্ডের জয়টা শুধু ইংল্যান্ডের বিপক্ষেই নয় বলা যায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকেও (আইসিসি) কড়া জবাব। মাত্র দশ দলের রোষানলে ২০১৯ বিশ্বকাপ থেকে কাটা পড়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডের মতো দলগুলো।

এক ম্যাচের ওয়ানডেতে গতকাল রোববার স্কটল্যান্ডের মুখোমুখি হয় ইংলিশরা। স্কটল্যান্ডের এডিনবার্গে গ্র্যাঞ্জ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল।
ব্যাটিংয়ে নেমে স্কটিশ ব্যাটসম্যানরা শুরু থেকেই চেপে বসে ইংলিশ বোলারদের উপর।

দুই ওপেনার ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজার মিলে মাত্র ১৩ ওভারেই করেন ১১৩ রানের জুটি। ৪৯ বলের ৫৮ রানের ইনিংস খেলে ক্যাচ আউট হন কাইল। এর পরের ওভারেই আরেক ওপেনার ক্রসও পথ ধরেন কাইলের। তার ব্যাটে আসে ৩৯ বলে ৪৮ রান।

দুই নম্বরে ব্যাট করতে আসা কালাম ম্যাকলিওড যে এমন ভয়ানক রূপ নিবেন সেটা হয়তো নিজেও জানতেন না। ১৬ চার আর তিন ছয়ে মাত্র ৯৪ বলে করেন ১৪০ রান।
এরপর ব্যাট করতে আসা রিচি বেরিংটন, জর্জ মানসিদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৫ উইকেটে স্বাগতিকদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৭১। যা কিনা ইংল্যান্ডের বিপক্ষেই নয়, সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান।