• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৭তম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নাদাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৮, ০৯:০৯

রোলান্ড গারোস যা ফ্রেঞ্চ ওপেন নামে বেশি পরিচিত। টেনিসের অন্যতম সেরা এই আসরের সঙ্গে মিশে গেছে রাফায়েল নাদালের নাম। ফের একবার এই স্প্যানিয়ার্ড প্রমাণ করে দিলেন কেনো ক্লে কোর্টের রাজা বলা হয় তাঁকে।

নিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েমকে স্ট্রেট সেরে উড়িয়ে ক্যারিয়ারে ১১তম ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন ৩২ বছর বয়সী নাদাল। বিশ্ব টেনিসের র‌্যাংকিংয়ে থাকা এই এক নম্বর খেলোয়াড়ের পক্ষে ফল ৬-৪, ৬-৩ এবং ৬-২।

ম্যাচ শেষে নাদাল বলেন, এই জয় অসাধারণ। আমি আজ খুব খুশি। ডমিনিক হেরে গেলেও ও খুব ভালো খেলেছেন। তিনি আমার ভালো বন্ধু। এই রকম খেলোয়াড় প্রয়োজন। আমি নিশ্চিত আগামী দু'বছরের মধ্যে ডমিনিক এখানে গ্র্যান্ডস্ল্যাম জিতবে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ছোট পর্দায় আজকের খেলা
--------------------------------------------------------

টেনিসের কিং খ্যাত এই তারকার আরও বলেন, এই জয় অসাধারণ। আমি এই অনুভূতি বলে বোঝাতে পারব না। কারণ আমি স্বপ্নেও ভাবিনি এখানে ১১ বার খেতাব জিতবো। এই রকম ভাবাটাও কঠিন।