• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতকে হারিয়ে এশিয়ার ক্রিকেট হিরো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৮, ১৫:১২

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে নারীদের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছয়বারের এশিয়ার চ্যাম্পিয়ন দলটিকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। নারী ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোন টুর্নামেন্টের শিরোপা ঘরে তুললো বাংলাদেশ দল।

আজ রোববার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয়। সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১, গাজী টিভি। যদিও এবারে নারীদের এশিয়া কাপের আগের ম্যাচগুলো কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেনি।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১২ রানে মহানন্দাকে রান আউটের ফাঁদে ফেলে উল্লাসের শুরু। এরপর ২৬ রানে দীপ্তি শর্মা, ২৮ রানে মিতালি রাজ, ৩২ রানে আনুজা পাতিল ফিরে গেলে বিপর্যয়ে পড়ে ভারত। সেখান থেকে অন্যপ্রান্তে উইকেট আগলে রেখে রানের চাকা সচল রাখেন হারমনপ্রীত।

শেষ পর্যন্ত ৪২ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলে ইনিংসের শেষ বলে ফেরত যান হারমনপ্রীত। ৫৬ রানের ইনিংসে ৭টি দর্শনীয় চার মারেন এই ব্যাটার।