• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিমোনা হালেপ ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৮, ০৯:৪৪

এর আগে তিনবার গ্র্যান্ডস্লামের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল তাকে। অবশেষে সেই আশা চতুর্থবারে পূরণ হলো তার। আমেরিকার দশম বাছাই স্লোন স্টিফেন্সকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে নিজের প্রথম গ্র্যান্ডস্লাম ঘরে তোলেন রোমানিয়ান সুন্দরী সিমোনা হালেপ।

শনিবার প্যারিসের রোলাঁ গারোঁয় ফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্টিফেনের কাছে প্রথম সেট হেরে বসেছিলেন হালেপ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি। ২৬ বছর বয়সি হালেপ ম্যাচ জিতেছেন ৩-৬, ৬-৪, ৬-১ গেমে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
--------------------------------------------------------

আগেই একে একে পথের কাঁটা সব সরে গিয়েছিল হালেপের সামনে থেকে। সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, গারবিন মুগুরুজা সব ছিটকে যাওয়ার পর হালেপের সামনে একটাই বাধা ছিল। স্লোয়ান স্টিফেন।

নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপাকে সামনে রেখে আগের দিনই সংবাদ সম্মেলনে সিমোনা হালেপ বলেছিলেন, কোনও ভয় বা চাপ কাজ করছে না আমার মাঝে। তার কথার দেখাই যেনো মিলল ফাইনাল ম্যাচে।

হালেপ এর আগে রোলাঁ গারোঁর লাল মাটিতে ২০১৪ ও ২০১৭ সালে এবং এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গ্র্যান্ডস্লামের খুব কাছ থেকে ফেরত আসেন।

প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপার স্বাদ পাওয়ার পর হালেপ বলেছেন, আমি পারতাম, এমন সবকিছুই আমি করেছি। এখন যা কিছু ঘটছে, তা অসাধারণ। যখন আমি টেনিস খেলা শুরু করি, তখন থেকেই আমি এই মুহূর্তটির স্বপ্ন দেখেছি।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন
মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 
ফের সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন
টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh