• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জি গ্রুপের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুন ২০১৮, ১৫:৩৩

ঘড়ির কাটা টিক টিক করতে করতে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত রাশিয়া বিশ্বকাপ দ্বারপ্রান্তে চলে এসেছে। হাতে আছে আর মাত্র কয়েকদিন। সাজ সাজ রব পড়ে পুরো রাশিয়া জুড়ে। উত্তেজনার পারদে ভরপুর পুরো ফুটবল বিশ্ব। শেষ হয়েছে দলগুলোর চূড়ান্ত তালিকা দেয়ার সময়। ফিফা থেকে ৪ জুনের মধ্যে চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা জমা দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল। আমাদের পাঠকদের জন্য রয়েছে গ্রুপ জি’র দলগুলোর খেলোয়াড় তালিকা।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশাল জয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
--------------------------------------------------------

গ্রুপ ‘জি’ চূড়ান্ত খেলোয়াড় তালিকা

বেলজিয়ামের চূড়ান্ত স্কোয়াড

কোচ : রবার্তো মার্টিনেজ

গোলরক্ষক

:

থিবো কর্তোয়া, সাইমন মিগনোলেট, কুন কাস্তিল।

ডিফেন্ডার

:

জ্যান ভেরতোজেন, টবি অ্যালডারউইয়ারল্ড, ভিনসেন্ট কম্পানি, থমাস মিউনার, থমাস ভারমালেন, ডেডির্ক বোয়াতা।

মিডফিল্ডার

:

কেবিন ডি ব্রুয়েন, মারুয়ানে ফেলাইনি, অ্যাক্সেল উইটজেল, মুসা দেম্বেলে, লেন্ডার ডেনডোনকার, ইউরি তিলেমান, নাসের চাদলি।

ফরোয়ার্ড

:

ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, ড্রাইস মারটেন, উইটসেল, ইয়ানকি কারাস্কো।

পানামার চূড়ান্ত স্কোয়াড

কোচ : হারমান ডারিও গমেজ

গোলরক্ষক

:

হোসে ক্যালদেরন, জেইম পেনেদো, অ্যালেক্স রদ্রিগেস।

ডিফেন্ডার

:

ফিলিপ ব্যালয়, হ্যারল্ড কামিংস, এরিক ডেভিস, ফিদেল এস্কোবার, অ্যাডলফ মাকাদো, মিচেল মুরিলো, লুইস ওভালে, রোমান তোরেস।

মিডফিল্ডার

:

এডগার বারকেনেস, আরমান্ডো কুপার, আনিবাল গোডোয়, গ্যাব্রিয়েল গোমেস, ভ্যালেন্টিন পিমেন্টেল, আলবার্তো কুইনটেরো, হোসে লুইস রদ্রিগেস।

ফরোয়ার্ড

:

আবডিয়েল আরোয়ো, ইসমাইল দিয়াজ, ব্লাস পেরেস, লুইস তেজাদা, গ্যাব্রিয়েল তোরেস।

তিউনিসিয়ার চূড়ান্ত স্কোয়াড

কোচ : নাবিল মা’লউল

গোলরক্ষক

:

ফারুক বিন মুস্তাফা, মোয়েজ হোসেন, আইমান মাথলৌতি।

ডিফেন্ডার

:

রামি বেদুই, ইয়োহান বিনওলুন, সিয়াম বিন ইউসুফ, দাইলান ব্রুন, ওসামা হাদ্দাদি, আলি মালোল, ইয়াসিন মেরিয়াহ, হামদি নাগুয়েজ, আনিস বাদ্রি।

মিডফিল্ডার

:

মোহাম্মদ আমিন বিন ওমর, ঘাইলেন চালালি, আহমেদ খলিল, সেইফেদিন খুই, ফারজান সাসি, ইলিয়াস খিরি, নাইম লিতি।

ফরোয়ার্ড

:

বাসিম সারফি, ফখরুদ্দিন বিন ইউসুফ, সাবির খলিফা, ওয়াহবি খাজরি।

ইংল্যান্ড চূড়ান্ত স্কোয়াড

কোচ : গ্যারেথ সাউথগেট

গোলরক্ষক

:

জ্যাক বাটল্যান্ড, জর্ডান পিকফোর্ড, নিক পোপ।

ডিফেন্ডার

:

ট্রেন্ট আলেক্সান্ডার-আরনোল্ড, গ্যারি কাহিল, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইর, ড্যানি রোজ, অ্যাশলে ইয়ং, ফিল জোন্স, কাইরান ট্রিপিয়ার, ফ্যাবিয়ান ডেলফ।

মিডফিল্ডার

:

ডেল আলি, জর্ডান হেন্ডারসন, এরিক ডিয়ার, জেস লিনগার্ড, রাহিম স্টার্লিং, রুবেন লোফটাস-চেক।

ফরোয়ার্ড

:

হ্যারি কেন, জ্যামি ভার্ডি, মার্কস র‌্যাশফোর্ড, ড্যানি ওয়েলবেক।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh