• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৬ জুন ২০১৮, ২০:১৯

দরজায় কড়া নাড়ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের ফুটবল প্রেমীরাও ভাসছে ফুটবল উন্মাদনায়। পিছিয়ে নেই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বাংলাদেশের ছাত্র রাজনীতির আতুর ঘর খ্যাত মধুর ক্যান্টিন থেকে শুরু করে ক্লাসরুম ,আবাসিক হলগুলোতে সর্বত্র আলোচনার বিষয় এখন ফুটবল বিশ্বকাপ। কে সেরা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি নাকি অন্যকোনো দল- এই নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক।

সমর্থকরা নিজ-নিজ পছন্দের দলের পতাকা টাঙাচ্ছে হলের প্রধান ফটক থেকে শুরু করে দেয়াল ও বারান্দায়। কোন দলের পতাকা কত বড় হল, তা নিয়ে চলছে অঘোষিত প্রতিযোগিতা। হলগুলো সেজে উঠেছে বিভিন্ন দেশের পতাকায় । ঢাবির অন্যতম প্রাচীন হল জগন্নাথ হলে প্রবেশ করতেই রাস্তার দুপাশে চোখে পড়বে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। একটু এগিয়ে হল পুকুরের সামনে গেলে দেখা যাবে সন্তোষচন্দ্র ভট্টচার্য ভবনে ঝুলে আছে জনপ্রিয় দলগুলোর বিশাল তিনটি পতাকা। এছাড়াও রুমের বারান্দা দিয়ে ঝুলছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা।
--------------------------------------------------------
আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করলো আর্জেন্টিনা
--------------------------------------------------------

জগন্নাথ হলের আবাসিক ছাত্র ব্রাজিল সমর্থক রাজিব গান্ধী রায় আরটিভি অনলাইনকে বলেন, বিশ্বের সেরা সেরা খেলোয়াড় ব্রাজিলের । এই দলে রয়েছে নেইমার, থিয়াগো সিলভা, মার্সেলোর মতো খেলোয়াড়। তাছাড়া ব্রাজিল এর আগে ৫ বার বিশ্বকাপ জিতেছে। এবারও দলটি শিরোপা জিতবে বলে আশা করছি।

আর্জেন্টিনার সমর্থক পল্লব রায় বলেন, ছোটবেলা থেকে দলটির শৈল্পিক ফুটবলকে ভালো লাগে। ডিয়েগো ম্যারাডোনা আমার প্রিয় খেলোয়াড়, তার খেলার ধরন আমার খুব ভালো লাগত। দুইবারের বিশ্বসেরা দলটিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকা মেসি রয়েছেন। আমরা শতভাগ আশাবাদী আকাশী-সাদা শিবিরই শিরোপা ঘরে তুলবে।

এদিকে কবি জসিম উদ্দিন হল, বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, এফ রহমান হল, অমর একুশে হল, সলিমুল্লাহ মুসলিম হল ও হাজী মুহাম্মদ মহসীন হলে উড়ছে বিশাল বিশাল পতাকা। তবে সৌন্দর্য নষ্ট হবার কারণ দেখিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পতাকা লাগানো উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

ব্রাজিল সমর্থক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র মাহিন রহমান বলেন, আমরা ব্রাজিলের খেলা ভালবাসি। আমাদের হলের বড় ভাই ও বন্ধুরা মিলে ব্রাজিলের বিশাল বড় পতাকা লাগিয়েছি। প্রিয় দলের সব খেলা বড় পর্দায় দেখারও ব্যবস্থা করেছি। যে দলে নেইমারের মতো খেলোয়াড় রয়েছে , সেই দল কাপ জিতবে এটা চোখ বুজে বলা যায়।

জার্মান সমর্থক বিজয় একাত্তর হলের ছাত্র গাজী হীরকের বিশ্বাস গতবারের মত এবারো জার্মানি বিশ্বকাপ জিতবে। অন্যদলগুলো নির্দিষ্ট একটি খেলোয়াড়ের ওপর নির্ভরশীল। কিন্তু জার্মান পাওয়ার হাউজ একমাত্র দল, যারা নির্দিষ্ট কারও ওপর নির্ভরশীল নয়। তাই এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের পঞ্চম শিরোপা নিয়ে বাড়ি ফিরবে জার্মানরা।

মাস্টারদা’ সূর্য সেন হলের শিক্ষার্থী আসিফ হিমাদ্রির মত অবশ্য ভিন্ন। তিনি বলেন, খেলাধুলা এক ধরনের বিনোদন। ফুটবলের এই মহা আসরে যারা ভালো খেলবে তারা বাহবা পাবে । যারা ভালো খেলবে না, তাদের প্রতিও শুভকামনা থাকবে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গ্রুপগুলোতে ফুটবল যজ্ঞের আলোচনাই শীর্ষে রয়েছে।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh