• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়া বিশ্বকাপ ফুটবল

এ গ্রুপের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক

  ০৬ জুন ২০১৮, ১২:৫৩

ঘড়ির কাটা টিক টিক করতে করতে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত রাশিয়া বিশ্বকাপ দ্বারপ্রান্তে চলে এসেছে। হাতে আছে আর মাত্র কয়েকদিন। সাজ সাজ রব পড়ে পুরো রাশিয়া জুড়ে। উত্তেজনার পারদে ভরপুর পুরো ফুটবল বিশ্ব। শেষ হয়েছে দলগুলোর চূড়ান্ত তালিকা দেয়ার সময়। ফিফা থেকে ৪ জুনের মধ্যে চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা জমা দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল। আমাদের পাঠকদের জন্য রয়েছে গ্রুপ এ’র দলগুলোর খেলোয়াড় তালিকা।

গ্রুপ ‘এ’ চূড়ান্ত খেলোয়াড় তালিকা

রাশিয়া

কোচ : স্তানিস্লাভ চেরিসভ

গোলরক্ষক

:

ইগোর আকিনফিভ, ভ্লাদিমির গাবুলোভ, আন্দ্রে লুনেভ।

ডিফেন্ডার

:

ভ্লাদিমির গ্রানাত, ফেদোর কুদ্রাইয়াসহোভ, ইলা কুতেপোভ, আন্দ্রে সেমেনোভ, সের্গেই ইগনাশিভিচ, মারিও ফের্নান্দেস, ইগোর স্মোলনিকভ।

মিডফিল্ডার

:

ইউরি গাজিন্সস্কি, আলেকজান্দার গোলভিন, অ্যালান জিগোয়াভ, আলেকজান্দার রখিন, ইউরি জিরকভ, ডেলার কুজিয়াভ, রোমান জোবনিন, আনেকজান্দার সামিডোভ, আন্তন মিরানচুক, ডেনিস চেরিশিভ।

ফরোয়ার্ড

:

আর্টেম জুবা, আলেক্সি মিরানচুক, ফেদরে সমোলোভ।

সৌদি আরব

কোচ : হুয়ান আন্তোনিও পিজ্জি

গোলরক্ষক

:

মোহাম্মদ আল হারাবি, ইয়াসির আল মুসাইলেম, আব্দুল্লাহ আল-মায়ুফ।

ডিফেন্ডার

:

মানসুর আল-হারবি, ইয়াসির আল-শাহরানি, মোহাম্মদ আল-ব্রেইক, মোতাজ হাওসায়ি, ওসামা হাওসায়ি, ওমর হাওশাসায়ি, আলি আল বুলাইহি।

মিডফিল্ডার

:

আব্দুল্লাহ আল খাইবারি, আব্দুল মালেক আল খাইবারি, আব্দুল্লাহ ওতায়েফ, তাইসির আল জসিম, হোসাইন আল মুগাহুই, সালমান আল ফরজ, মোহাম্মদ কানো, হাত্তান বাহেব্রি, সালেম আল দাওসারি, ইয়াহইয়া আল সেহরি।

ফরোয়ার্ড

:

মোহাম্মদ আল শাহলাওয়ী, মুহান্নাদ আসসিরি, ফাহাদ আল মুয়াল্লাদ।

মিশর

কোচ : হেক্টর কুপার

গোলরক্ষক

:

এসাম এল হাদারি, মোহামেদ এল শেনাউই, শেরিফ একরামি।

ডিফেন্ডার

:

আহমেদ ফাতহি, সা’দ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহামেদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, আহমেদ এল মোহাম্মদি, ওমর গাবের।

মিডফিল্ডার

:

তারেক হামেদ, শিকাবালা, আব্দাল্লাহ সাঈদ, সাম মুরসি, মোহামেদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সোবহি, মাহমুদ হাসান, আমর ওয়ারাদা।

ফরোয়ার্ড

:

মারওয়ান মোহসেন, মোহামেদ সালাহ।

উরুগুয়ে

কোচ : অস্কার তাবারেজ

গোলরক্ষক

:

ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, মার্টিন কামপানা।

ডিফেন্ডার

:

মার্টিন ক্যাসেরাস, সেবাস্টিয়ান কোতেস, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা।

মিডফিল্ডার

:

গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, রদ্রিগো বেনটানকার, দিয়েগো লাক্সাল্ট, নাহিটান নানডেজ, ক্রিস্টিয়ান রডরিগুয়েজ, কার্লোস সানচেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো।

ফরোয়ার্ড

:

এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh