• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রনির ব্যাটে মান বাঁচানো সংগ্রহ বাংলাদেশের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৮, ২২:১০

দেরাদুনে আজ সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে হার, সিরিজের প্রথম ম্যাচে আগে ফিল্ডিং করেও হার।

তাই হয়তো আজ আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ১ রানে ক্যাচ দেন ওপেনার লিটন দাস। প্রথম ম্যাচে লিটন দাস করেছিলেন দলীয় সর্বোচ্চ ৩০ রান।

দুই নম্বরে খেলতে নেমে খানিকটা ঝলক দেখিয়ে মোহাম্মদ নবীর বলে বিদায় হন সাব্বির রহমানও। সাব্বিরের ব্যাটে আসে ৯ বলে ১৩ রান। এরপর মুশফিকও কাটা পড়লেন সেই নবীর বলেই। ১৮ বলে ২২ রান করে ফাঁদে পড়েন রান আউটের।

৮ বলে এক ছয় এক চারে ১৪ রান করে জানাতের বলে বোল্ড হয়ে ফেরেন মাহমুদুল্লাহ। টাইগার দলপতি আজও আসলেন আর গেলেন। রশিদ খানকে উড়িয়ে মারতে গিয়ে ৬ বলে ৩ রান করে ক্যাচ তুলে দেন নজিবুল্লাহর হাতে।

একই ওভারে আশা দেখানো তামিম ইকবালকে ৪৩ রানের মাথায় বোল্ড আর মোসাদ্দেককে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাট্রিকের আশা জাগান রশিদ।