• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘সিনিয়ররা না থাকলে বাংলাদেশ একটা সাধারণ দল’

স্পোর্টস ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ০৯:৪৮
তামিম ইকবাল ও সাকিব আল হাসান

সিরিজের পাশাপাশি মান বাঁচানোর লড়াই বাংলাদেশের জন্য। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দল।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবার আগে সমালোচক ও সমর্থকদের মনে যে ভয় ছিলো, আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে তাই হয়েছে। ব্যাটিংয়ে দায়িত্বের অভাব আর বোলিংয়ে পেসারদের ওপর বেশি ভরসাই বিপদে ফেলেছে টাইগারদের।

বোলিংয়ে সাকিব-মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউই আহামরি কিছু করতে পারেননি। ব্যাটিংয়ে রিয়াদ-মুশফিকের সঙ্গে রান পেয়েছেন লিটন দাস।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের মতে জুনিয়ররা পারফর্ম না করায় ফলাফল বাংলাদেশের পক্ষে আসছে না।

সুজন বলেন, সাকিব যেভাবে পরিকল্পনা করে খেলে, অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের মধ্যেও এটা আছে। এই সিনিয়রগুলো যদি হঠাৎ করে সরে যায়, এদের আমরা না খেলাই, তাহলে বাংলাদেশ কিন্তু খুবই সাধারণ একটা দল।

সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশ এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। হারলেই হাতছাড়া হবে সিরিজ। তবে, প্রথম ম্যাচে টিম বাংলাদেশের যে পারফরমেন্স, তাতে সিরিজ বাঁচানো কঠিনই হবে।

খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমরা ছেলেদের নিয়ে খুব হতাশ। এত অনুশীলন করানো হয়, এত কিছু হয়। তবুও তারা কেন মাঠে এসে করে দেখাতে পারে না, তা আমার জানা নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, সততার সঙ্গে যদি বলি, আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়েরা মানসিকভাবে শক্ত নয়।

২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। এখন তাদের সামনে সিরিজ জয়ের হাতছানি। প্রথম ম্যাচে বাংলাদেশকে যেভাবে নাস্তানাবুদ করেছে আফগান স্পিনাররা, তাতে সিরিজ জয়ের পাল্লা তাদের দিকেই বেশি ভারি।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
X
Fresh