• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফ্রেঞ্চ ওপেন

শারাপোভার বিপক্ষে নাম প্রত্যাহার করলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক

  ০৫ জুন ২০১৮, ০৮:১৮

মারিয়া শারাপোভার বিরুদ্ধে মেগা ম্যাচে নামার কিছু আগেই ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, চোটের কারণে নাম প্রত্যাহার করে নিলেন ২৩টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।

২০১৭ সালে অস্ট্রেলীয় ওপেন জেতার পর এই প্রথম কোনও গ্র্যান্ডস্ল্যামে অংশ নিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই তারকা।

খেলছিলেনও পরিচিত ছন্দে। কিন্তু হঠাৎই পেশির ব্যাথায় চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এই আমেরিকান নারী টেনিস কিংবদন্তি।

সোমবার সংবাদ সম্মেলন করে সেরেনা বলেন, খুবই দুর্ভাগ্যজনক যে আমি পেশীতে টান অনুভব করছি। এই পরিস্থিতিতে আমার পক্ষে সার্ভ করা সম্ভব নয়।

মঙ্গলবার তার এমআরআই হবে বলেও জানান টেনিস কুইন। পাশাপাশি তিনি জানান যে মারিয়া শারাপোভার সঙ্গে খেলার জন্য তিনি কতটা মুখিয়ে ছিলেন।

মার্কিন তারকা বলেন, মারিয়ার সঙ্গে খেলতে বরাবারই আমি ভালবাসি। যতটা সম্ভব আমি এই ম্যাচে খেলার চেষ্টা চালিয়ে গিয়েছি। নিজেকে আমি একটা কথা দিয়েছি যে অন্তত ৬০ শতাংশ ফিট না থাকলে আমি কোর্টে নামব না। আমার জীবনে কখনও এই রকম পরিস্থিতির সম্মুখীন হইনি। খুব বেদনাদায়ক এটা আমার কাছে।

সেরেনা ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায়ই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নিলেন রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh