• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপে পানামার চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ৩১ মে ২০১৮, ১৪:৩৫

পানামা দেশটির ইতিহাসে ২০১৭ সালের ১০ অক্টোবর দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এই দিনে দেশটির ফুটবল দল এমন কিছু অর্জন করে যা ঐ দিনটির পূর্বে একেইবারে অসম্ভব হিসবেই ধরা হত। হ্যা, এই দিনে তারা তাদের ইতিহাসের প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে সক্ষম হয়। প্রেসিডেন্ট হুয়ান কার্লোস সাথে সাথে সারা দেশে জাতীয় ছুটি ঘোষণা করেন, আনন্দ উৎসবে মেতে ফুটবল এক পাগল জাতি।

রাশিয়া বিশ্বকাপে প্রথমবার পা রাখা পানামা ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। যেখানে সুযোগ পেয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) ৬ খেলোয়াড়।

৮ ডিফেন্ডারের ৫ জনই খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে- নিউ ইয়র্ক রে বুলসের ফিদেল এস্কোবার ও মিচেল মুরিলো, স্যান জোসে আর্থকোয়েকসের হ্যারল্ড কামিংস, হাউস্টন ডায়নামোর অ্যাডলফ মাকাদো ও সিয়াটল সাউন্ডার্সের রোমান তোরেস। আর্থকোয়েকের আরেক মিডফিল্ডার আনিবাল গোডোয়ের জায়গাও হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সালাহকে নিয়ে ভক্তদের সুখবর দিলো মিশর
--------------------------------------------------------