• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৮, ২০:৪৯

জুনের ৩ তারিখে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসতে যাচ্ছে মেয়েদের এশিয়া কাপ। ৬ দল নিয়ে এবারের আসরও হবে টি-টোয়েন্টি ফরমেটে।

২০০৪ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মেয়েদের এশিয়া কাপ। ২০০৪, ২০০৫, ২০০৬ ও ২০০৮ সালে ওয়ানডে ফরম্যাটে খেলা হলেও সবশেষ দুই আসর ২০১২ ও ২০১৬ তে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ফরমেটে।

গত দুইবারের মতো এবারের আসরও হবে টি-টোয়েন্টি। স্বাগতিক মালয়েশিয়া সহ অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তান।

আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষণা করে ১৫ সদস্যের দল।

--------------------------------------------------------
আরও পড়ুন : অভিশাপের কারণেই শিরোপা ছাড়া আর্জেন্টিনা!
--------------------------------------------------------

বাংলাদেশ দল

সালমা খাতুন(অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়শা রহমান, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আকতার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম এবং শামিমা সুলতানা।

উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত ৬ আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৪ বার শ্রীলঙ্কা আর ২ বার রানার্সআপ হয় পাকিস্তান।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh